Short News

ইপিএল চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি

ইপিএল চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি

২০১৭-১৮ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এখনও লিগের ৫টি ম্যাচ বাকি আছে। তার আগেই পেপ গুয়ার্দিয়ালার দল এই টুর্নামেন্ট জিতে নিল। গতকাল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ০-১ গোলে হেরে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। 
ধোনির খেলা কেন উপভোগ করলেন না বিরাট?

ধোনির খেলা কেন উপভোগ করলেন না বিরাট?

বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনি ধামাকায় কার্যত উড়ে গেল বেঙ্গালুরু। মূলত কালকের ম্যাচটা বেঙ্গালুরুর হাত থেকে বের করে আনেন আম্বাতি রায়াডু ও মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর বিরাট কোহলি বলেন ডেথ ওভার পর্যন্ত নিজেকে টিকিয়ে রেখে ম্যাচটা বার করে আনলেন ধোনি। কিন্তু বিপক্ষ দলে খেলায় ধোনির খেলা তিনি উপভোগ করেননি। 
স্বজনপোষণের শিকার হয়েছিলেন সুরভিন চাওলা

স্বজনপোষণের শিকার হয়েছিলেন সুরভিন চাওলা

হিন্দি ধারাবাহিকে অভিনয় করা সুরভিন চাওলা বলিউডে পা রাখেন হেট স্টোরি টু ছবির হাত ধরে। সম্প্রতি সুরভিন জানিয়েছেন হেট স্টোরি টুয়ের আগেই একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু পরে সুরভিন জানতে পারে তাঁর বদলে কোনও এক স্টার কিড ওই ফিল্মটি করছেন। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন তিনি। 
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

সিনেমা জগতে কাস্টিং কাউচ ও যৌন নির্যাতন নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করেছে। বলিউড ডার্ক সিক্রেট নামে ওই তথ্যচিত্রে মুখ খুলেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব। এর আগেও কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছিলেন রাধিকা। মরাঠি সিনেমার জন্য পুরস্কার জয়ী ঊষা জানিয়েছেন তাঁকে বলা হয়েছিল কেরিয়ার তৈরি করতে চাইলে শয্যাসঙ্গিনী হতে হয়।