Short News

ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ হেরেও বিশাল অঙ্কের আয় শ্রীলঙ্কা ক্রিকেটের

ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ হেরেও বিশাল অঙ্কের আয় শ্রীলঙ্কা ক্রিকেটের

২০১৭-১৮ মরশুমটাই শ্রীলঙ্কা ক্রিকেটকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করেছে। এত বড় লাভের অঙ্ক এর আগে কখনও জয়বর্ধনে, সঙ্গাকারার দেশের ক্রিকেট সংস্থা দেখেনি। লঙ্কা বোর্ড বলছে, গত বছর তারা ১৪ মিলিয়ন ডলার আয় করেছে। যা কিনা গত বছরগুলোর আয়ের প্রায় ৩৩ গুণ। ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই বিশাল অঙ্কের টাকা আয় করেছে তারা। 
বজুভাই ভালার ইস্তফা চাইলেন সীতারাম ইয়েচুরি

বজুভাই ভালার ইস্তফা চাইলেন সীতারাম ইয়েচুরি

কর্ণাটকের রাজ্যপাল বজুভাই ভালার ইস্তফা চাইলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিজেপিকে সরকার গড়ার আমন্ত্রণ জানান ভালা। তাঁর সেই সিদ্ধান্ত ভুল ছিল, বলছেন ইয়েচুরি। ইয়েচুরি বলেন, রাজ্যপালের ওই সিদ্ধান্ত ছিল অশুভ, ওনার সাংবিধানিক এক্তিয়ারের বাইরে। তাই তাঁর ইস্তফা দেওয়া উচিত। 
গুজরাতে গানের অনুষ্ঠানে হল টাকার বৃষ্টি

গুজরাতে গানের অনুষ্ঠানে হল টাকার বৃষ্টি

গুজরাতের ভালসাদ জেলায় এক দানধ্যানমূলক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন লোকশিল্পীদের দল। সেই অনুষ্ঠানে ৫০ লাখের মত টাকার বৃষ্টি হল। গায়ক গায়িকা ব্রিজরাজদান গাদভি ও গীতা রাবারের ওপর ১০, ২০০ ও ৫০০ টাকার নোট ছুঁড়ে দেন শ্রোতারা। দাতব্য সংগঠন জলরাম মানব সেবা ট্রাস্টকে এই ৫০ লাখ টাকা দেওয়া হবে। 
কিশোরের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ বিক্রি হয়ে গেছে

কিশোরের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ বিক্রি হয়ে গেছে

কিশোর কুমারের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ মধ্যপ্রদেশের খাণ্ডওয়ায় ছিল। সম্প্রতি শোনা গেছে সেই বাড়ি নাকি বিক্রি হয়ে গেছে। অভয় জৈন নামে স্থানীয় এক ব্যবসায়ী বাড়িটি কিনেছেন। কিশোরের বাসস্থান বিক্রির খবরে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। যদিও এই বিষয়ে মুখ খোলেনি তাঁর পরিবার।