Short News

আজ হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু

আজ হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু

টি ২০ লিগে আজ হায়দপাবাদের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলির দল। এই ম্যাচে হারা মানেই টি ২০ লিগ থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু। আজকের ম্যাচে ব্রেন্ডন ম্যাকালম এবং ওয়াশিংটন সুন্দরকে আরসিবি নাও খেলাতে পারে। কারণ শোনা গেছে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না অধিনায়ক কোহলি। 
প্লে-অফে কলকাতা ওঠার পর এই বার্তা দিলেন শাহরুখ

প্লে-অফে কলকাতা ওঠার পর এই বার্তা দিলেন শাহরুখ

কলকাতার শনিবাসরীয় জয় শাহরুখকে অনেকটাই স্বস্তি দিয়েছে। টুইট করেছেন, "এই হাসিমুখগুলো দেখার জন্য আমি ২৪ ঘণ্টাও জেগে থাকতে পারি। ধন্যবাদ দীনেশ কার্তিক, প্রসিদ্ধ কৃষ্ণা (তোমাকে অভিনন্দন), রবিন উথাপ্পা (আমরা একসঙ্গে অনুশীলন করব), ক্রিস লিন (অসাধারণ, বন্ধু) এবং সুনীল নারিন। আমি এখন খুবই আনন্দিত। ঘুমোতে পারছি না।" 
‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চলি ম্যায়’ গানের তালে নাচলেন মাধুরী-রেনুকা

‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চলি ম্যায়’ গানের তালে নাচলেন মাধুরী-রেনুকা

বহুদিন পর পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং রেনুকা সাহানেকে। ১৯৯৪ সালে সুপারহিট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন'-এর পর ফের পর্দায় ‘বাকেট লিস্ট'-এর সৌজন্যে একসঙ্গে রেনুকা-মাধুরী। সত্বস্ফূর্ত ভাবে ‘বাকেট লিস্ট'-এর শ্যুটিং সেটে ‘লো চলি ম্যায়'-এর তালে নাচতে দেখা গেল দুই সুন্দরীকে। 
ফের কলকাতায় মহিলাকে প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখালেন যুবক

ফের কলকাতায় মহিলাকে প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখালেন যুবক

ভরদুপুরে খাস কলকাতায় প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ দাস। বছর তেইশের প্রসেনজিৎ সোনারপুরের বাসিন্দা। রবিরার বাঁশদ্রোণী থানার সেন্ট্রাল পার্ক এলাকার ঘটনা। দোকনে ঢুকে মহিলার সাথে এই ব্যবহার করেন যুবক।