Short News

ম্যাচের আগে মাঠেই নেচে ফেললেন যুবরাজ ও নেহরা

ম্যাচের আগে মাঠেই নেচে ফেললেন যুবরাজ ও নেহরা

টি ২০ লিগের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে ২০১১-তে ভারতের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্যকে নাচতে ও একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। ইন্দোরে পঞ্জাব ও বেঙ্গালুরু মধ্যে ম্যাচের আগে দেখা হল নেহরা ও যুবির। একে অপরকে দেখে উচ্ছ্বসিত হয়ে একপাক নেচেই নিলেন যুবি ও নেহরা।  
নিয়মিত শারীরিক সম্পর্কে ভাল থাকে স্মৃতিশক্তি

নিয়মিত শারীরিক সম্পর্কে ভাল থাকে স্মৃতিশক্তি

নিয়মিত শারীরিক সম্পর্কই স্মৃতিশক্তিকে প্রখর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওলঙ্গং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একথা বলছেন। তারা বলছেন বেশি বয়সেও দাম্পত্যের গভীরতা বজায় রাখুন। তাহলেই ভুলে যাওয়ার রোগ আপনাকে ছুঁতে পারবে না। বয়স বাড়লে এমনিতেই শারীরিক সম্পর্ক কমে যায়। কিন্তু গবেষকরা বলছেন তা পারলে চালিয়ে যান। 
গরমে ঘর ঠাণ্ডা রাখুন এই উপায়ে

গরমে ঘর ঠাণ্ডা রাখুন এই উপায়ে

বাড়ির চারপাশে গাছপালা লাগান, তাহলে এগুলি আপনার বাড়িকে সূর্ষের তাপ থেকে রক্ষা করবে, ঠাণ্ডা থাকবে ঘর। বাড়ির প্রত্যেকটা জানালায় পর্দা লাগান, যাতে সূর্যের তাপ ভেতরে না ঢোকে। বরফ টেবিল ফ্যানের পিছনে লাগিয়ে দিন। দেখবেন বরফ গলতে শুরু করবে এবং ঠান্ডা হাওয়া আসবে। ঘর মুছলেও ঘর ঠাণ্ডা থাকবে। 
টি ২০ লিগে পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল চেন্নাই

টি ২০ লিগে পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল চেন্নাই

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল পাঞ্জাব। এদিন প্রথমে ব্য়াট করে ১৫৩রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। করুণ নায়ার ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। সুরেশ রায়না ৬১ রানে অপরাজিত থাকেন।