Short News

লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল  Huawei P20 সিরিজের ফোনগুলির দাম আর কালার

লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Huawei P20 সিরিজের ফোনগুলির দাম আর কালার

আগামি ২৭ মার্চ লঞ্চ হবে Huawei P20 সিরিজের ফোনগুলি। প্যারিসে এক ইভেন্টে লঞ্চ হবে এই ফোনগুলি। তবে লঞ্চের আগেই জানা গিয়েছে ফোনের প্রায় সব ডিটেলস। এবার এক রিপোর্টে জানা গেল ফোনের দাম আর কালার ভেরিয়েন্টগুলি।

ধর্ষকের থেকে বাঁচতে মডেল ঝাঁপ দিলেন সাত তলা থেকে, হামলাকারীর অভিযোগে গ্রেফতার নির্যাতিতা

ধর্ষকের থেকে বাঁচতে মডেল ঝাঁপ দিলেন সাত তলা থেকে, হামলাকারীর অভিযোগে গ্রেফতার নির্যাতিতা

ধর্ষকের থেকে এক রুশ মডেল সাত তলার ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন। যার জেরে তাঁর শিরদাঁড়ায় পর্যন্ত ভেঙে যায়। এই কঠিন পরিস্থিতিতে ধর্ষকের আবার পাল্টা অভিযোগে হাসপাতালের বিছানাতেই গ্রেফতার করা হয় সেই মডেলকে। ঘটনার আকষ্মিকতায় হতচকিত হয়ে গিয়েছেন ওই রুশ মডেল এবং তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। 
অসুস্থ  সনিয়া গান্ধী, গভীর রাতে ভর্তি করা হয় হাসপাতালে

অসুস্থ সনিয়া গান্ধী, গভীর রাতে ভর্তি করা হয় হাসপাতালে

মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ব্যক্তিগত সফরে সিমলা বেড়াতে গিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। আর সেখানে গিয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়ে যান এই বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। রাতেই তাঁকে সিমলা থেকে নিয়ে যাওয়া হয় চণ্ডীগড়ে। ভর্তি করা হয় চণ্ডীগড়ের এক হাসপাতালে।

ভারতীয় নৌবাহিনী থেকে বিদায় ‘আইএনএস গঙ্গা’-এর

ভারতীয় নৌবাহিনী থেকে বিদায় ‘আইএনএস গঙ্গা’-এর

তিন দশক কাজের পরে, অবশেষে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল দেশে তৈরি ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস গঙ্গাকে৷ গত বছর মে মাসেই নন অপারেশনাল ক্যাটিগরিতে এটিকে যুক্ত করা হয়৷ ১৯৮৫ সালের ৩০ ডিসেম্বর যাত্রা শুরু হয় আইএনএস গঙ্গার৷ মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেড এর নির্মাণ করে৷ এটি গোদাবরী শ্রেণির গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ৷