Short News

ক্যানসার নিরাময় করতে পারে মাশরুম

ক্যানসার নিরাময় করতে পারে মাশরুম

মাশরুমের মধ্যেই ক্যানসারের প্রতিশেধক খুঁজে পেয়েছেন, রহড়া রামকৃষ্ণ মিশনের গবেষকরা। ইতিমধ্যেই সফল গবেষণা। ইতিহাস গড়তে এখন শুধু প্রয়োজন সরকারি শিলমোহরের। দু বছরের গবেষণায় সেই তথ্যই খুঁজে পেয়েছেন ক্যানসার রিসার্চ সেন্টারের অধ্যাপক আনন্দমোহন চক্রবর্তী, বটানি বিভাগের অধ্যাপক স্বপনকুমার ঘোষ এবং তাঁদের সাত ছাত্র। 
পাক শিল্পীদের জন্য বলিউডের দরজা বন্ধের দাবি প্রোডিউসার কাউন্সিলের

পাক শিল্পীদের জন্য বলিউডের দরজা বন্ধের দাবি প্রোডিউসার কাউন্সিলের

পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ না দেওয়ার দাবি জানাল প্রোডিউসার কাউন্সিল৷ সাক্ষাৎকারে ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন প্রোডিউসার। কাউন্সিলের সিইও সুরেশ আমিন পাকিস্তানি শিল্পীদের বলিউডে দু'বছরের জন্য নির্বাসন করার দাবি তুলেছেন৷ 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এই নামেই আসতে চলেছে নচিকেতার প্রথম ছবি

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এই নামেই আসতে চলেছে নচিকেতার প্রথম ছবি

জীবনী না হলেও তাঁর জীবনের কিছু ঘটনা যে ছবিতে থাকবে তা নিশ্চিত করেছেন। ছবির চিত্রনাট্য লিখছেন অর্পিতা চট্টোপাধ্যায়। নামে যখন গান আছে তখন ছবি যে মিউজ়িক্যাল হবে তাতে সন্দেহ নেই। ছবিতে যেমন থাকবে নচিকেতার পুরোনো গান, তেমনই থাকবে নতুন গানও। এবার প্রশ্ন নীলাঞ্জনার চরিত্রে কে থাকবেন? সেটা ভেঙে বলেননি পরিচালক। 
নীরব, মেহুল অধরা, তাই কি সাততাড়াতাড়ি গ্রেফতার বিক্রম

নীরব, মেহুল অধরা, তাই কি সাততাড়াতাড়ি গ্রেফতার বিক্রম

বিক্রম কোঠারির বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগও দায়ের করেছিল ব্য়াঙ্ক অফ বারোদা। সেই অভিযোগের সূত্র ধরেই সিবিআই বিক্রম কোঠারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করে তদন্ত শুরু করেছিল। অবশেষে ২২ ফেব্রুয়ারি তথা বৃহস্পতিবার বিক্রম কোঠারি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করল সিবিআই।