Short News

দীর্ঘতম প্রেমপত্র লিখে গিনেস বুকে নাম তুলতে চান বাংলার অনুপম ঘোষাল

দীর্ঘতম প্রেমপত্র লিখে গিনেস বুকে নাম তুলতে চান বাংলার অনুপম ঘোষাল

পারমিতাকে ভালবেসেছিল অনুপম। সেই পরিণতি না-পাওয়া প্রেমের গল্পটাই লিখে চলেছেন অনুপম। দীর্ঘ ৮ বছর ধরে। কালে কালে তা হয়ে উঠেছে ৩২৭ ফুটের দৈর্ঘ্যের এক অন্যন্য প্রেমপত্র। বিশ্বের দীর্ঘতম প্রেমপত্রের স্বীকৃতি চেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ব্যর্থ প্রেমিক।
দ্বিতীয় টি-২০ ম্যচে ভারতকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় টি-২০ ম্যচে ভারতকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

আজ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ফিল্ডিং-এ নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সামনে ১৮৯ রানের টার্গেট রাখল ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন মনীশ পান্ডে (৭৯)। ভারতকে ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান করেন ক্লাসেন (৬৯)।  
বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

ভারত-কানাডা যৌথ প্রযোজনায় ছবি তৈরি হোক, ভারতে এসে বি-টাউনের কাছে প্রস্তাব রাখলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের অনেক উদ্যোগপতি-সহ বি-টাউনের কিং শাহরুখের সঙ্গেও কথা বলেন তিনি। ট্রুডোর ভাবনাকে সম্মান জানিয়ে শাহরুখও ইন্দো-কানাডা যৌথ প্রযোজনয়া ছবি বানানোর কথা বলেন। 
নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

স্বামী সবসময় নেশায় আসক্ত থাকে। ফলে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত পরিবারে। অশান্তির মাত্রা বেড়ে যাওয়ায় বাড়ির মধ্যে গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার জসনান গ্রামে। মৃতার নাম অনিমা খান (৩৫)। অনিমার স্বামী সঞ্জয় খানকে আটক করেছে পুলিশ৷