Short News

নিয়্ন্ত্রণ হারিয়ে শ্রমিক আবাসনে বাস, একজনের মৃত্যু

নিয়্ন্ত্রণ হারিয়ে শ্রমিক আবাসনে বাস, একজনের মৃত্যু

শিলিগুড়ি মহকুমার বাগডোগডরা নকশাল বাড়ি রোডের লাগোয়া চা বাগানের শ্রমিক আবাসনে এদিন নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি বাস। দুর্ঘটনারের জেরে শ্রমিক বস্তির এক বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতার নাম মুক্তি ওঁরাও। বাসটি প্রথমে ম্যানেজারের বাসভবনে ধাক্কা মারে। ঘটনায় ম্যানেজার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 
বিশ্বকাপের জন্য বিশেষ ট্রেনিং সেন্টার ব্রাজিলে

বিশ্বকাপের জন্য বিশেষ ট্রেনিং সেন্টার ব্রাজিলে

আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রস্তুতি শিবির হতে চলেছে তেরেসোপোলিসে। পাঁচমাস ধরে প্রায় ৩০ লক্ষ ব্রিটিশ পাউন্ড খরচ করে বানানো হয়েছে এটি। এখানে ফুটবলারদের জন্য থাকছে ব্যক্তিগত ঘর। যেখানে ওয়াই ফাই থেকে শুরু করে সবরকম সুবিধা থাকবে। ২৬ মে পর্যন্ত এই ট্রেনিং বেসেই চলবে ব্রাজিলের প্রস্তুতি। 
নিয়মিত শারীরিক সম্পর্কে ভাল থাকে স্মৃতিশক্তি

নিয়মিত শারীরিক সম্পর্কে ভাল থাকে স্মৃতিশক্তি

নিয়মিত শারীরিক সম্পর্কই স্মৃতিশক্তিকে প্রখর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওলঙ্গং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একথা বলছেন। তারা বলছেন বেশি বয়সেও দাম্পত্যের গভীরতা বজায় রাখুন। তাহলেই ভুলে যাওয়ার রোগ আপনাকে ছুঁতে পারবে না। বয়স বাড়লে এমনিতেই শারীরিক সম্পর্ক কমে যায়। কিন্তু গবেষকরা বলছেন তা পারলে চালিয়ে যান। 
গরমে ঘর ঠাণ্ডা রাখুন এই উপায়ে

গরমে ঘর ঠাণ্ডা রাখুন এই উপায়ে

বাড়ির চারপাশে গাছপালা লাগান, তাহলে এগুলি আপনার বাড়িকে সূর্ষের তাপ থেকে রক্ষা করবে, ঠাণ্ডা থাকবে ঘর। বাড়ির প্রত্যেকটা জানালায় পর্দা লাগান, যাতে সূর্যের তাপ ভেতরে না ঢোকে। বরফ টেবিল ফ্যানের পিছনে লাগিয়ে দিন। দেখবেন বরফ গলতে শুরু করবে এবং ঠান্ডা হাওয়া আসবে। ঘর মুছলেও ঘর ঠাণ্ডা থাকবে।