Short News

তারকেশ্বরে কালভার্টের নিচে উদ্ধার ব্যক্তির মৃতদেহ

তারকেশ্বরে কালভার্টের নিচে উদ্ধার ব্যক্তির মৃতদেহ

ইলেকট্রিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হল। নাম প্রশান্ত বাউরি। ঘটনাটি ঘটে তারকেশ্বর থানার ভীমপুরে। আজ সকালে দেহটি উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রশান্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন। 
ডেন্টিস্ট থেকে IPS হয়ে এনকাউন্টার স্পেশালিস্ট হয়েছেন ‘অজয়’

ডেন্টিস্ট থেকে IPS হয়ে এনকাউন্টার স্পেশালিস্ট হয়েছেন ‘অজয়’

এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই তার নাম উঠে আসে শিরোনামে৷ তিনি নয়ডার এসএসপি ডাক্তার অজয়পাল৷ কাজের শুরুতেই দুর্নীতি দমনে বদ্ধপরিকর অজয়ের মতে, পুলিশকে এতোটাই সতর্ক থাকতে হবে যাতে নয়ডা সীমান্তে দুষ্কৃতিরা প্রবেশ করলেই সে খবর চলে আসে পুলিশের কাছে৷ ডঃ অজয়পাল ৬ বছরের কেরিয়ারে ৬০-এর বেশি এনকাউন্টার করেছেন৷
এই উইকেন্ডে বিগ বাজার আনল দারুণ অফার

এই উইকেন্ডে বিগ বাজার আনল দারুণ অফার

তিন দিনের ‘‌বিনামূল্যে'‌ কেনাকাটার সুযোগ দিচ্ছে বিগবাজার। আপাতভাবে অবশ্য ২০০০ টাকার সামগ্রী কিনতে হবে ক্রেতাকে। এই শপিং করলে জামাকাপড় কেনার জন্য ১০০০ টাকার ভাউচার পাবেন ক্রেতা। ঘরোয়া ও রান্নাঘর সামগ্রীর জন্য পাবেন ৫০০ টাকার ভাউচার আর ৫০০ টাকার মুদিখানার জিনিস। এই সুযোগ চলছে ২৩-২৫ মার্চ পর্যন্ত।‌‌   
বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা?

বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা?

বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে যে এই বছরেই বিয়েটা সেরে ফেলছেন দীপিকা ও রণবীর সিং। দীপিকা এই মুহূর্তে বেঙ্গালুরুতে আছেন। এও খবর বিয়ের গয়না নাকি কিনতে শুরু করে দিয়েছেন দীপিকা, তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন এবং বোন আনিশা পাড়ুকোন। কয়েকদিন আগে নাকি দীপিকার বাবা-মা রণবীরের বাবা-মার সঙ্গে দেখাও করে এসেছেন।