Short News

ভোররাতে শহরে দু-দুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভোররাতে শহরে দু-দুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভোররাতে শহরে দুদুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রথম ঘটনাটি শহরের উত্তরে কাশীপুরে। অপর ঘটনাটি তপসিয়ায়। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। চলছে কুল ডাউন প্রক্রিয়া। দুটি ঘটনাতেই হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর, শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

সিনেমা জগতে কাস্টিং কাউচ ও যৌন নির্যাতন নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করেছে। বলিউড ডার্ক সিক্রেট নামে ওই তথ্যচিত্রে মুখ খুলেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব। এর আগেও কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছিলেন রাধিকা। মরাঠি সিনেমার জন্য পুরস্কার জয়ী ঊষা জানিয়েছেন তাঁকে বলা হয়েছিল কেরিয়ার তৈরি করতে চাইলে শয্যাসঙ্গিনী হতে হয়। 
আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

এক জাপানী ওয়েবসাইটে জানানো হয়েছে এই খবর। iPhone SE 2 এর ডিজাইন অনেকটাই তার ছোট ভাই iPhone SE এর মতোই হতে চলেছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। যদিও ফেস আইডি ব্যাবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যাবহার করবে অ্যাপেল। যদিও সবথেকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই iPhone SE 2 থেকে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়ার খবর।

কথায় কথায় হাঁপিয়ে পরছেন নাকি?

কথায় কথায় হাঁপিয়ে পরছেন নাকি?

একটি হেলথ রিপোর্ট অনুসারে ৫ জন ভারতীয়ের মধ্যে ১ জন ক্রনিক ক্লান্তির শিকার এবং সবথেকে ভয়ের বিষয় হল ২৫-৩০ বছর বয়সিদের মধ্যে এমন সমস্যা ক্রমাগত বাড়ছে। তাই সাবধান হওয়ার সময় মনে হয় এসে গেছে বন্ধুরা। কারণ সময় থাকতে থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শরীর আরও দুর্বল হয়ে পরবে। ফলে কর্মক্ষমতা কমবে চোখে পরার মতো।