Short News

ফের উত্তেজনা ছড়াল ক্যানিংয়ে, আক্রান্ত আমরার সদস্যদের উপরে হামলা

ফের উত্তেজনা ছড়াল ক্যানিংয়ে, আক্রান্ত আমরার সদস্যদের উপরে হামলা

বুধবার সকালে ক্যানিং শহরে আক্রান্ত আমরার সদস্যদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল। মাইকিং-এর জন্য ব্যবহৃত অটোতেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ক্যানিং-এ তৃণমূল গোষ্ঠীদ্বন্ধে নিহত ছাত্র রেজাউলের খুনিদের ধরার দাবিতে সমাবেশ করেছিল আক্রান্ত আমরার সদস্যরা। তখনই এই হামলা চালানো হয়। 
উত্তর দিনাজপুর জেলা সফরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর দিনাজপুর জেলা সফরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর দিনাজপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে রায়গঞ্জের উদয়পুরে হেলিপ্যাডে নামবেন প্রথমে তিনি, সেখান থেকে যাবেন রায়গঞ্জে। রায়গঞ্জের রবীন্দ্র ভবনে দুই দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাল হেমতাবাদ থানা মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। 
মুকেশ আম্বানিদের খুড়তোতো ভাই-সহ ৫ জন গ্রেফতার

মুকেশ আম্বানিদের খুড়তোতো ভাই-সহ ৫ জন গ্রেফতার

পিএনবি-র আর্থিক কেলেঙ্কারি মামলায় মহঅগলবার গভীর রাতে মুকেশ অম্বানি, অনিল আম্বানিদের খুড়তুতো ভাই বিপুল আম্বানিকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে।নীরব মোদীর হিরে-জহরত ব্যবসার সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল সংস্থায় বিপুল সিএফও হিসাবে কাজ করতেন। 
পালিয়ে যাননি, আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী

পালিয়ে যাননি, আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী

নীরব মোদীর আইনজীবী বিজয় অগ্রবাল দাবি করেছেন যে আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী। আর প্রতারণার কথা যে বলা হচ্ছে সেটা পিএনবি জানত। এখন তা অস্বীকার করছে তারা। বিজয় অগ্রবাল দাবি করেছেন একটা ব্যবসায়িক লেনদেনকে প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে।