Short News

রাজ্যে মিড ডে মিল স্কিমে প্রচুর কর্মী নিয়োগ

রাজ্যে মিড ডে মিল স্কিমে প্রচুর কর্মী নিয়োগ

District Magistrate, Murshidabad, মিড ডে মিল স্কিমে একাধিক পদের জন্যে প্রচুর কর্মী নিয়োগ করবে। ডেটা অপারেটর থেকে একাধিক পদের জন্যে হবে নিয়োগ। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। অনলাইনে কিংবা সরাসরি আবেদন জানাতে পারবেন। www.murshidabad.gov.in থেজে সমস্ত তথ্য মিলবে। 
‘বিসর্জন’ এর সিক্যুয়েল  আসছে

‘বিসর্জন’ এর সিক্যুয়েল আসছে

‘বিসর্জন' এর সিক্যুয়েল আসার কথা ঘোষণা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নতুন ছবির নাম বিজয়া। এই ফিল্মে কলকাতায় হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক পরিস্থিতিকে তুলে ধরা হবে বলে জানান পরিচালক। মূল চরিত্রে থাকছেন জয়া আহসান এবং আবির চট্টোপাধ্যায়। এই ছবির জন্য কালিকাপ্রসাদের রেখে যাওয়া গানকেই বেছে নিয়েছেন পরিচালক। 
আগামী ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টি হতে পারে শহরে

আগামী ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টি হতে পারে শহরে

বৃহস্পতিবার সন্ধায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয় ঝড় বৃষ্টি। এদিনও জোড়া কালবৈশাখী হয়। ৭টা ৫০ নাগাদ প্রথম ঝড় আসে, যার গতিবেগ ছিল ঘন্টায় ৪৭ কিলোমিটার। রাত ৮টা বেজে পাঁচ মিনিটে দ্বিতীয় ঝড় ৮০ কিমি বেগে আছড়ে পড়ে। আগামী ৪৮ ঘন্টা রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। 
বাড়িতে বুদ্ধ মূর্তি রাখলে কী হতে পারে জানা আছে?

বাড়িতে বুদ্ধ মূর্তি রাখলে কী হতে পারে জানা আছে?

যে টেবিলে বসে ছেলে-মেয়েরা পড়াশোনা করেন বা আপনি অফিসের কাজ করে থাকেন, সেখানে বুদ্ধ মূর্তি রাখলে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কর্মক্ষেত্রে থেকে একাডেমিক, সব ক্ষেত্রেই চরম উন্নতি লাভের আশঙ্কা যায় বেড়ে। তবে খেয়াল রাখবেন বুদ্ধি মূর্তি যেন আপনার দিকে মুখ করে থাকে।