Short News

প্যারিসে তরুণ বাঙালি বিজ্ঞানীর মৃত্যু

প্যারিসে তরুণ বাঙালি বিজ্ঞানীর মৃত্যু

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা স্নিগ্ধদীপ দে কাজের সূত্রে প্যারিসে ছিলেন। গত চারবছর ধরে সেখানে কাজ করছিলেন এই বিজ্ঞানী। গতকাল উত্তরপাড়ার বাড়িতে স্নিগ্ধদীপের মৃত্যুর খবর আসে। কীভাবে মৃত্যু হয়েছে তা অবশ্য় পরিবারকে জানানো হয়নি। ছেলের মৃত্যু নিয়ে তাই অন্ধকারে পরিবার। 
শ্রীদেবীর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ক্যামেরাবন্দি অভিনেত্রীর ছবি

শ্রীদেবীর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ক্যামেরাবন্দি অভিনেত্রীর ছবি

মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে ছবিও বেশ লাইক কমেন্ট কুড়িয়েছে৷ মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে মোহময়ী আন্দাজেই বরাবরের মতোই ক্যামেরার লেন্সে ধরা পড়েছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার৷ দুবাইয়ে সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি। 
মুম্বইয়ে সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য

মুম্বইয়ে সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য

মুম্বইয়ের জুহুতে শেষকৃত্য সম্পন্ন হবে। মুম্বই এয়ারপোর্টে শ্রীদেবীর দেহ পৌঁছনোর কথা দুপুর ২টোয়। ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মৃত্যু হয় তার। দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী। ১৯৭৫-এ জুলি ছবিতে অভিনয় দিয়ে বলিউডে প্রবেশ। শেষ ছবি শাহরুখ খানের 'জিরো'।  
শ্রীদেবীর মৃত্যুত শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর

শ্রীদেবীর মৃত্যুত শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর

শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। সচিন এক সাক্ষাৎ কারে জানালেন সকালে ঘুম থেকে উঠে খবর পেয়ে ভেঙে পড়েন তিনি। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি নেই। তিনি জানালেন তিনি বড় হয়েছেন তার ছবি দেখে। অভিনেত্রীর আত্মীয়-পরিজনদের প্রতি সমবেদনা জানালেন তিনি।