Short News

IRB-এর ব্যারাকে ধরনায় জওয়ানরা

IRB-এর ব্যারাকে ধরনায় জওয়ানরা

শিলিগুড়ি শহর সংলগ্ন অম্বিকানগরে IRB-এর ব্যারাকে ধরনায় বসলেন জওয়ানরা। অভিযোগ সৌরভ চক্রবর্তী নামে এক RI জওয়ানদের মারধর করেন। একজনকে কপালে বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। এরপরই RAF-এর প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ জওয়ান প্রতিবাদ জানান। 
প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গ্রেফতার যুবক

প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গ্রেফতার যুবক

প্রাক্তন প্রেমিকার অশালীন ছবি ফেসবুকে ছড়িয়ে গ্রেফতার যুবক ৷ ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে সেখানেই প্রেমিকার অশালীন ছবি, নগ্ন ভিডিও সেভ করে রাখে এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন অভিযুক্তর প্রাক্তন প্রেমিকার৷ সল্টলেকের এএফ ব্লক থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। 
যশবন্ত সিনহার দলত্যাগের পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক শত্রুঘ্ন

যশবন্ত সিনহার দলত্যাগের পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক শত্রুঘ্ন

মোদী সরকারের উপর ক্ষুব্ধ হয়েই দল ছেড়েছেন যশবন্ত সিনহা।। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি জনিয়েছেন, তিনি নিজে থেকে দল ছাড়বেন না। প্রয়োজনে তাঁকে তাড়িয়ে দিতে পারে বিজেপি। যশবন্তের ডাকে এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন শত্রুঘ্ন সিনহা। 
পেট্রাপোল সীমান্তে পাসপোর্ট দেখার নামে ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অন্তঃসত্তার

পেট্রাপোল সীমান্তে পাসপোর্ট দেখার নামে ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অন্তঃসত্তার

পাসপোর্ট দেখার নামে পেট্রাপোল সীমান্তে অন্তঃসত্ত্বাকে প্রায় ৬ ঘণ্টা ঠায় রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অভিবাসন দফতরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি মহিলা। অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।