IRB-এর ব্যারাকে ধরনায় জওয়ানরা
রাজ্য
- 6 days ago
শিলিগুড়ি শহর সংলগ্ন অম্বিকানগরে IRB-এর ব্যারাকে ধরনায় বসলেন জওয়ানরা। অভিযোগ সৌরভ চক্রবর্তী নামে এক RI জওয়ানদের মারধর করেন। একজনকে কপালে বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। এরপরই RAF-এর প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ জওয়ান প্রতিবাদ জানান।