Short News

পঞ্চায়েতে প্রার্থী হয়ে পদ খোয়াতে চলেছেন তৃণমূল নেতারা

পঞ্চায়েতে প্রার্থী হয়ে পদ খোয়াতে চলেছেন তৃণমূল নেতারা

দলের নির্দেশ অমান্য করে ব্লক সভাপতিরাই প্রার্থী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। ফলে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ফাঁপরে পড়েছে। শ্যাম রাখি না, কুল রাখি অবস্থা অনুব্রত মণ্ডলের! জেলা পরিষদ বিরোধী শূন্য করেও তাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
দিল্লির বিরুদ্ধে বিরাট জয় পেল বেঙ্গালুরু

দিল্লির বিরুদ্ধে বিরাট জয় পেল বেঙ্গালুরু

এদিন প্রথমে ব্যাট করে ১৭৪ রান করে দিল্লি । ১৭৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে জয়ের পথে নিয়ে যান এবি ডি'ভিলিয়ার্স। ৩৯ বলে অপরাজিত ৯০ রানের একটি ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ১০টি চার এবং ৫টি ছয় সাজানো ছিল। ২ ওভার বাকি থাকতেই বেঙ্গালুরু জিতে যায় ম্যাচ।
ব্রাহ্মী শাক খাওয়া কেন ভাল?

ব্রাহ্মী শাক খাওয়া কেন ভাল?

ব্রাহ্মী শাকে উপস্থিত শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ দেহে প্রবেশ করে আলসার সৃষ্টি করি এইচ.পাইলোরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে পেটের রোগ কম হয়। এটি নিউরোট্রান্সমিটারের কর্মক্ষমতা বাড়ায়। স্ট্রেস এবং অ্যাংজাইটির মাত্রা কমায়। অ্যালঝাইমার রোগকে দূরে রাখে, স্মৃতিশক্তি বাড়ায়।  
ফ্যাটি লিভারের সমস্যা মেটান

ফ্যাটি লিভারের সমস্যা মেটান

‘ফ্যাটি লিভার'-এর সমস্যায় আজকাল অনেকেই ভোগেন। সাধারণত যকৃতের কোষে অতিরিক্ত চর্বি জমা হলে ফ্যাটি লিভার হয়ে থাকে। ফ্যাটি লিভারের প্রধান কারণ অত্যধিক মদ্যপান, সেই সঙ্গে মাত্রাতিরিক্ত ‘জাঙ্ক' ফুড খাওয়া। এই দুটি কমাতে হবে। অ্যাপল সিড ভিনেগার লিভারের চর্বি কমায়। পাতিলেবু আর মধুর মিশ্রণও এই রোগে কাজ দেয়।