Short News

এবার মাধ্যমিকের প্রশ্নপত্রেও বিরাট কাহিনী

এবার মাধ্যমিকের প্রশ্নপত্রেও বিরাট কাহিনী

আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল। প্রশ্নপত্রের ১৩ নম্বর পাতায় ৮ নম্বর প্রশ্নে বিরাট কোহলির জীবনী লিখতে বলা হয় পরীক্ষার্থীদের। ১০০ শব্দের মধ্যে ওই জীবনীর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ নম্বর। এই প্রশ্ন পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ছিল। জানা গেছে পরীক্ষার্থীদের খুব একটা অসুবিধাও হয়নি তা লিখতে। 
অসুস্থ  সনিয়া গান্ধী, গভীর রাতে ভর্তি করা হয় হাসপাতালে

অসুস্থ সনিয়া গান্ধী, গভীর রাতে ভর্তি করা হয় হাসপাতালে

মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ব্যক্তিগত সফরে সিমলা বেড়াতে গিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। আর সেখানে গিয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়ে যান এই বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। রাতেই তাঁকে সিমলা থেকে নিয়ে যাওয়া হয় চণ্ডীগড়ে। ভর্তি করা হয় চণ্ডীগড়ের এক হাসপাতালে।

ভারতীয় নৌবাহিনী থেকে বিদায় ‘আইএনএস গঙ্গা’-এর

ভারতীয় নৌবাহিনী থেকে বিদায় ‘আইএনএস গঙ্গা’-এর

তিন দশক কাজের পরে, অবশেষে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল দেশে তৈরি ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস গঙ্গাকে৷ গত বছর মে মাসেই নন অপারেশনাল ক্যাটিগরিতে এটিকে যুক্ত করা হয়৷ ১৯৮৫ সালের ৩০ ডিসেম্বর যাত্রা শুরু হয় আইএনএস গঙ্গার৷ মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেড এর নির্মাণ করে৷ এটি গোদাবরী শ্রেণির গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ৷ 
সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর গুজব ওড়ালেন শোয়েব আখতার

সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর গুজব ওড়ালেন শোয়েব আখতার

মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস! এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খোদ রাউলপিণ্ডি এক্সপ্রেস জানালেন, এটা কি জোকস! দারুণ চেষ্টা! ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন, দুঃসংবাদ।