করোনা মোকাবিলায় ধনখড়ে আস্থা দিব্যেন্দুর
রাজ্যে করোনার (coronavirus) সেকেন্ড ওয়েভ (second wave) নিয়ে অন্য সবার সঙ্গে উদ্বিগ্ন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। রাজ্যে দ্বিতীয় ওয়েভের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নয়, তমলুকের সাংসদের আস্থা রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar) ওপরে।