তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকের আসনরফা চূড়ান্ত
একদিন আগেই তামিলনাড়ুতে জোট ঘোষণা করেছে বিজেপি ও এআইএডিএমকে। এবার লোকসভা নির্বাচনের আগে সরকারিভাবে জোট ঘোষণা করে দিল ডিএমকে ও কংগ্রেস। ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন ঘোষণা করেন। তামিলনাড়ুতে ৯টি আসনে লড়বে কংগ্রেস। আর পুদুচেরিতে একটি আসন ছাড়া হবে।