শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে জোটের ঘোষণা বাম-কংগ্রেসের!
দীর্ঘ আলোচনার পর জট খুলল! জোটের ঘোষণা করল বাম এবং কংগ্রেস। সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাম-কংগ্রেসের জোট নিয়ে আলোচনা চলছিল। যদিও শেষে মুহূর্তে ভেস্তে যায় সমস্ত আলোচনা। বাম এবং কংগ্রেস দুজনেই আলাদা করে একাধিক আসনে প্রার্থী দেয়।