প্রাদেশিক ভাষায় একগুচ্ছ নতুন এইচ ডি প্যাক নিয়ে এল টাটা স্কাই
চ্যানেলের নতুন নিয়ম সামনে আসার পর থেকে একাধিক বার শিরোনামে এসেছিল টাটা স্কাই। সম্প্রতি নেটওয়ার্ক চার্জ থেকে গ্রাহককে অব্যাহতি দিয়েছিল ভারতের ডিটিএইচ কোম্পানিটি। এবার গ্রাহকদের জন্য প্রাদেশিক ভাষায় একগুচ্ছ নতুন এইচডি চ্যানেল প্যাক নিয়ে এসেছে টাটা স্কাই।