মনিপুরের ছাত্রনেতার রিমান্ড খারিজ আদালতে
ফেসবুকে নাগরিক সংশোধনী বিল নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন মনিপুরের ছাত্র নেতা ভিওন থোকচোম। ইম্ফলের সিজেএম মনিপুর ছাত্রনেতার রিমান্ড খারিজ করে দিয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে বিচারক অভিযুক্ত ছাত্রনেতা ভিওন থোকচোমের জামিনের আবেদন গ্রহণ করেছেন।