নীরব মোদিকে ধরাতে এবার আইনের পথে পিএনবি
ব্যবসা
- 20 min ago
নীরব মোদিকে ধরার জন্য আইনের আশ্রয় নিতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ হংকং এর হাইকোর্টে আবেদন করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চেকসিকে যাতে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন জানাবে তারা। এর আগে বিদেশমন্ত্রক একই অনুরোধ জানায় হংকং হাইকোর্টে।