বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, ২০০-র উপরে দৈনিক সংক্রমণ
বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। অস্বস্তি বাড়িয়ে দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২০০-র উপরে। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা প্রায় একই। শুক্রবার দৈনিক করোনা বুলেটিনে করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে মাত্র ১০। এখনও বাংলায় করোনা সক্রিয় রয়েছেন ৩৩৪৩ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।