রঞ্জি কোয়ার্টার ফাইনালে মনোজের বাংলার শক্তি বাড়ল
রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা। যদিও শেষ ম্যাচে ইডেনে ওডিশার কাছে পরাস্ত হয়েছে মনোজ তিওয়ারির দল। তবে স্বস্তির খবর একটাই, ওডিশা ম্যাচে চোট পাওয়া অনুষ্টুপ মজুমদার ও আকাশ দীপ- দুজনকেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলা পাচ্ছে। শাহবাজ আহমেদ আসায় দলের শক্তিও বাড়ল।